• ঢাকা
  • শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকায় প্রকাশ্যে হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে এক যুবকের কবজি বিচ্ছিন্নের পর তার ভিডিও ভাইরালের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় র‍্যাব এ তথ্য জানায়। র‍্যাব বলছে, গতকাল শুক্রবার ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম খুদে বার্তায় উল্লেখ করেছে র‍্যাব। তাঁরা হলেন রাফাত, তুষার ও আহমেদ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাঁরা সাতজনকে গ্রেপ্তার করেছে

ঘটনাটি নিয়ে সিসিটিভির একটি ভিডিও পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

ঘটনাসহ গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য আজ দুপুরে সংবাদ সম্মেলন করে জানাবে র‍্যাব। সংস্থাটির কর্মকর্তা ইমরান খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন