• ঢাকা
  • শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ অক্টোবর, ২০২৩

বিজয়া দশমীতে সিঁদুর খেলা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আজ শুভ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ দিন সবাইকে কাঁদিয়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। ঢাক, বাদ্য আর উলু ধ্বনির শব্দে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। ছবিতে দেখুন বিজয়া দশমীর সিঁদুর খেলা।

বিবাহিত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। চট্টগ্রাম নগরীর গোলপাহাড় সর্বজনীন পূজামণ্ডপে।রংপুর শহরের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে তিন নারী একে অপরের কপালে ও শাখায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন।  রাজশাহী নগরীর একটি মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা।এসএসসি পরীক্ষা যেন ভালো হয় সে জন্য রংপুর শহরের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর দেওয়ার জন্য এসেছেন এক ভক্ত।

নিজেদের সম্পর্ক যেন অটুট থাকে এজন্য একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। রংপুর শহরের করুণাময়ী কালীবাড়ি মন্দির।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন