• ঢাকা
  • শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৪

বিমান বাহিনর কর্মকর্তা থেকে ‘মিস আমেরিকা’

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ৫১ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস আমেরিকা’ খেতাব জিতেছেন বিমান বাহিনীর কর্মকর্তা ২২ বছর বয়সী ম্যাডিসন মার্শ। এর আগে কলোরাডো রাজ্যের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন তিনি।

রবিবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনি থিয়েটারে সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে মার্শের মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ের মুকুট।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন এয়ার ফোর্সে কর্মরত অবস্থায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেতাব পেলেন ম্যাডিসন মার্শ।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি।

রানওয়েতে হাঁটা, সমসাময়িক বিষয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্বসহ চার রাউন্ডের প্রতিযোগিতায় সবশেষ টিকে ছিলেন ১০ জন। সেখান থেকে পাঁচজনকে বেছে নেয় জুরি বোর্ড।

প্রশ্নোত্তর পর্বে ম্যাডিসনকে মিস আমেরিকা হিসেবে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ‘মিস আমেরিকা’ তখন তার সামরিক পরিচয়কে তুলে ধরে, শেখার ও নেতৃত্ব দেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির কথা জানান। এ সময় মঞ্চে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’

মার্কিন এয়ার ফোর্সের সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী তিনি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন